• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

প্রকাশ:  ০৪ জানুয়ারি ২০১৯, ১১:১২ | আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৪:৪৭
নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আল মিলারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল। শুক্রবার (০৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিনিধি দলে অন্য দুইজন হলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

গত রোববার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে ২৫৯টি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। ভোটগ্রহণের পর বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) শপথগ্রহণ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

তবে নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেছে ধানের শীষের প্রার্থীরা। এছাড়া জাতীয় ঐক্যফ্রান্টের বিজয়ী প্রার্থীরা শপথগ্রহণ করেননি।

/অ-ভি

মার্কিন রাষ্ট্রদূত,বৈঠক,বিএনপি,নেতা,নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close