• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রকাশ:  ২০ জানুয়ারি ২০১৯, ১১:২২ | আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১১:২৫
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রোববার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সচিবালয়ে পৌঁছান। মন্ত্রণালয়গুলো পরিদর্শনের অংশ হিসেবে সেখানে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংস্থার প্রধানরা সেখানে উপস্থিত রয়েছেন।

মত বিনিময়সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষাসহ আগামী দিনের করণীয় সম্পর্কে দিক-নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে গত ৭ জানুয়ারি ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি সশস্ত্র বাহিনী বিভাগে এবং ১৭ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী।

পিবিডি/জিএম

প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্র মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close