• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ক্ষমতা ব্যবহার করে জবর দখল করতে দেয়া হবেনা: গণপূর্ত মন্ত্রী

প্রকাশ:  ২৪ জানুয়ারি ২০১৯, ১৬:৩১
দিনাজপুর প্রতিনিধি

অনৈতিকতা বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না মন্তব্য করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সব ক্ষেত্রে দুর্নীতি ছড়িয়ে গেলে দেশ চলতে পারে না। আর তাই রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে কাউকে রাষ্ট্রের সম্পদ ব্যবহার বা জবর দখল করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, আমার দ্বারা কেউ রাজনৈতিক হয়রানি শিকার হবেন না, কেউ ক্ষতিগ্রস্ত হবেন না। কে কোন রাজনৈতিক দল করলেন সেটা আমার কাছে মুখ্য নয়, আমার কাছে মুখ্য হবে আপনার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করছেন কিনা।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীকে জিরো টলারেন্স হিসেবে ঘোষণা করেছেন। এই জায়গাটাকে আমাদের বিশ্বাসে রাখতে হবে। সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তাহলেই সমাজ বিনির্মাণ হবে, রাষ্ট্র শান্তিপূর্ণ একটা জায়গায় যাবে।

এসময় সভায় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির এবং পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক।

পিবিডি/আরিফ

শ ম রেজাউল করিম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close