• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৬৬, ৬৮র মতো ডাকসুতে আবারও নেতৃত্ব দিবে ছাত্রলীগ: তোফায়েল আহমেদ

প্রকাশ:  ২৬ জানুয়ারি ২০১৯, ১৬:০২
ঢাবি প্রতিনিধি

ছাত্রলীগ সেই ৬৬,৬৮ র মতো বিজয়ী হয়ে ডাকসুতে নেতৃত্ব দিবে বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ৷ এসময় তিনি ছাত্রলীগের অতীত ঐতিহ্য পুনরায় ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন৷

শনিবার (২৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় বেলা ১১টায় বাংলাদেশ ছাত্রলীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন৷

সম্পর্কিত খবর

    গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭০ বছর পার করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৪ জানুয়ারি বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু গত ৩ জানুয়ারি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মারা যাওয়ার কারণে তার প্রতি শ্রদ্ধা রেখে প্রতিষ্ঠাবার্ষিকীর তারিখ পেছানো হয়৷

    জাতীয় সঙ্গীত ও ছাত্রলীগের দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শুরু হয়৷ প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রসিডিয়াম সদস্য ও ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ৷

    প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, '১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হাত ধরে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছে৷মূলত ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার বীজ বোপন করেছেন৷এই ছাত্রলীগ ৫২ র ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে,নেতৃত্ব দিয়েছে ৬৬'র ৬ দফা আন্দোলন ,৬৯ এর গণঅভ্যুত্থানে এবং ছাত্রলীগই নেতৃত্ব দিয়েছে ৭১ এর স্বাধীনতা আন্দোলনে'৷

    তিনি আরও বলেন, 'আমি গত তিন দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি৷ ২৩ তারিখ মধুর ক্যান্টিনে এসেছি,গতকাল বাংলা একাডোমীতে এসেছি গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আর আজ এসেছি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে৷ আমার প্রাণ ভরে গেছে'৷

    ডাকসু সম্পর্কে তিনি বলেন, 'ছাত্রলীগের মধ্যে যে ঐক্য সৃষ্টি হয়েছে,এই ঐক্যের মাধ্যমে ছাত্রলীগ সেই ৬৬,৬৮ র মতো ডাকসুতে বিজয়ী হয়ে আবারও নেতৃত্ব দিবে বলে আমি বিশ্বাস করি৷ডাকসু নেতৃত্বে ফিরে আসার মধ্য দিয়ে দিয়ে ছাত্রলীগের অতীত ঐতিহ্য ফিরে আসবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন'৷

    কবুতর ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পরবর্তী র‍্যালীর উদ্বোধন করেন তোফায়েল আহমেদ৷ যানজট নিরসনে এবার শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় র‍্যালী করার সিদ্ধান্ত নেয়া হয়৷

    ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী৷

    প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরবর্তী র‍্যালীর মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন৷

    বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ছাত্রলীগের সাবেক সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাবেক সভাপতি লিয়াকত শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন৷

    পিবিডি/আরিফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close