• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জাপার সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু

প্রকাশ:  ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২২
নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে চারজন প্রার্থী চূড়ান্ত করতে ৫৮ প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে জাপা

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে কো-চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ শুরু হয় । আট সদস্যের বোর্ড চূড়ান্ত প্রথম দিন ২৮ জনের সাক্ষাৎকার গ্রহন করে ।

সম্পর্কিত খবর

    জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা জানান, মনোনয়ন চূড়ান্ত করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, মেধা, রাজনৈতিক অবস্থান ও দলের প্রতি আনুগত্যসহ বিভিন্ন বিষয়ের ওপর জোর দেয়া হচ্ছে। দলের পক্ষে সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন এমন প্রার্থীদেরই নির্বাচন করবে জাতীয় পার্টি।

    রাঙ্গা বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিবার এবং দলের জন্য কতটুকু ভূমিকা রাখতে পারবেন তা বিবেচনা করে এবার সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে প্রার্থীদের নির্বাচিত করা হবে। এছাড়া বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখাই এবার দলটির উদ্দেশ্য বলেও জানান তিনি।

    /আর-এইচ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close