• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কলকাতা আন্তর্জাতিক বই মেলায় আজ ‘বাংলাদেশ দিবস’

প্রকাশ:  ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৯
পূর্বপশ্চিম ডেস্ক

কলকাতা আন্তর্জাতিক বই মেলায় আজকের (রোববার) দিনটি পালিত হচ্ছে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে। কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত এই মেলার “বাংলাদেশ দিবস” ঘিরে থাকছে বেশ কিছু কর্মসূচি।

বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস যৌথভাবে এই দিবস পালন করবে। সহযোগিতায় থাকবে মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্শ গিল্ড।

সম্পর্কিত খবর

    এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলা গত ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময় তার সঙ্গে ছিলেন গুয়েতেমালার সাহিত্যিক ইউডা মোরেস। গুয়েতেমালা ছাড়া এবার কলকাতা বই মেলায় ২১টি দেশ অংশ নিচ্ছে।

    বরাবরের মতো এবারও বাংলাদেশের জন্য বরাদ্দ হয়েছে বিশেষ প্যাভিলিয়ন। ঢাকার রোজ গার্ডেনের আদলে তৈরি এবার এই প্যাভিলিয়নে ৪১টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে বাংলা একাডেমি, বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর, শিশু একাডেমি, জাতীয় গ্রন্থ কেন্দ্র।

    কলকাতা আন্তর্জাতিক বই মেলা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close