• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ড. কামালের বিশ্বাস, ৩০ তারিখের নির্বাচন মানবে না জনগণ

প্রকাশ:  ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩১
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ৩০ তারিখে যে নির্বাচন হয়েছে, সেটিকে অনেকে প্রহসন বলেছেন, নাটক বলেছেন‌। আমি বিশ্বাস করি ১৬ কোটি মানুষ এটা মেনে নেবে না। এক্ষেত্রে আমাদের যা করণীয় আছে আমরা করবো।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পুত্র রাশেদ সোহরাওয়ার্দীর মৃত্যুতে গণফোরাম আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, ৩০ তারিখ মানুষের সাথে ভাওতাবাজি করা হয়েছে। কেন এগুলো করা হয়েছে?

তিনি বলেন, নির্বাচনের পর দিন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় 'আমরা আরো ৫ বছর ক্ষমতায় থাকবো'। এ কথা বলে তারা ১৬ কোটি মানুষকে অপমান করেছে। এটা মেনে নেওয়া যায় না।

গণফোরাম সভাপতি বলেন, ১৬ কোটি মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা সংবিধান লঙ্ঘন। আমি বিশ্বাস করি ১৬ কোটি মানুষ এটা মেনে নেবে না। এক্ষেত্রে আমাদের যা করণীয় আছে আমরা করবো।

এসময় আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, ব্যারিস্টার মঈনুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান প্রমুখ।

/পিবিডি/আরাফাত

ড. কামাল হোসেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close