• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘ইয়াবার কারণে টেকনাফের নাম শুনলেই আমাদের ঘৃণার চোখে দেখে’

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৬
কক্সবাজার প্রতিনিধি

আত্মসমর্পণের পর তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মো. সিরাজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ইয়াবার কারণে টেকনাফের নাম শুনলেই আমাদের ঘৃণার চোখে দেখে মানুষ। এমনকি কোথাও হোটেল ও বাসা ভাড়া নিতে গেলে আমাদের দেয়া হয় না। আমাদের সন্তানদের স্কুলে ভর্তি করাতে গেলে ভর্তি করা হয় না। এটা বড়ই কষ্টের এবং লজ্জার। এসব কিছু বুঝতে পেরে আমরা দেশকে ইয়াবার আগ্রাসন থেকে বাঁচাতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছি।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ইয়াবা পুরো দেশের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। এতে দেশের নতুন প্রজন্মর চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এই অপরাধে আমরা দায়ী। যারা এখনো আত্মসমর্পণ করেনি তাদেরও আত্মসমর্পণ করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমাদেরকে ক্ষমা করে স্বাভাবিক জীবনের ফেরা সুযোগ দেয়ার জন্য প্রশাসনের কাছে আকুতি জানাচ্ছি।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়া আইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, জেলা প্রশাসক কামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

/পিবিডি/পি.এস

কক্সবাজার,ইয়াবা,আত্মসমর্পণ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close