• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে মুক্তিযোদ্ধার আত্মহত্যা!

প্রকাশ:  ১৮ মার্চ ২০১৯, ০১:২৩
নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে বীরমুক্তিযোদ্ধা মো. জলফে আলী (৮০) বিষপানে আত্মহত্যা করেছেন। জলফে আলী সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের নারায়তলা এলাকার মৃত আমির আলীর ছেলে।

রোববার বিকালে সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও শিশু দিবসের আয়োজনে অংশগ্রহন করার জন্য নারায়নতলা থেকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আসেন। এ সময় তিনি বাথরুমে যান।

কয়েক ঘণ্টা পার হওয়ার পরও তার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে বাথরুমের দরজা ভেঙে মাটিতে পড়ে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশ থেকে একটি কীটনাশকের বোতল পাওয়া যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে এ খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, হারুণ অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক অফিসার ডা. রফিকুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা জলফে আলীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষ পানে তার মৃত্যু হয়েছে। তবে ভিসেরা রিপোর্ট হাতে আসলে আরো পরিষ্কার বলা হবে।

পিবিডি/ ইকা

বঙ্গবন্ধু,আত্মহত্যা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close