• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ডাকসু নির্বাচন পর্যবেক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ প্রভোস্টদের

প্রকাশ:  ১৯ মার্চ ২০১৯, ২০:১১
ঢাবি প্রতিনিধি

ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে এ নিয়ে পর্যবেক্ষণকারী শিক্ষকরা অসত্য ও উস্কানিমূলক তথ্য পরিবেশন করেছেন বলে অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা (প্রোভোস্ট)। এজন্য পর্যবেক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অধ্যাপক আবদুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সব হলে সুষ্ঠু ও গণতান্ত্রিক রীতিনীতিতে অনুষ্ঠিত হয়েছে বলে অভিমত প্রকাশ করেছেন হলগুলোর প্রাধ্যক্ষরা।’

‘অনেক প্রার্থী, ভোটার-শিক্ষার্থীরা নির্বাচন চলাকালে এবং নির্বাচনোত্তর সময়ে সততা, আন্তরিকতা ও স্বচ্ছতার সঙ্গে দীর্ঘ প্রায় তিন দশক পর ডাকসু ও হল সংসদ নির্বাচনের এক বিরাট কর্মযজ্ঞ আয়োজনের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও সংযুক্ত শিক্ষকরাসহ দায়িত্বরত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ধৈর্যশীল আচরণ এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখাসহ তারা গণতান্ত্রিক মূল্যবোধের যে দৃষ্টান্ত স্থাপন করেছে প্রাধ্যক্ষবৃন্দ সভায় সেসবের ভূয়সী প্রশংসা করেন এবং উপস্থিত ভোটারদের কেউ ভোট দিতে পারেনি বা কারও ভোট অন্য কেউ দিয়েছে বা কেউ ভোট দিতে বাধাপ্রাপ্ত বা হেনস্তার শিকার হয়েছেন—এমন কোনও অভিযোগ তারা পাননি।’

এতে আরও বলা হয়, ‘এক গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে কতিপয় বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অশান্ত ও অস্থিতিশীল করার হীনপ্রয়াসে কোনও কোনও মহল লিপ্ত হয়েছিল। দীর্ঘ প্রায় তিন দশক পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে অসত্য উস্কানিমূলক তথ্য পরিবেশন ও বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সব মহলকে আহ্বান জানানো হয়।’

সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, ঢাবির কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হবে আগামী শনিবার (২৩ মার্চ)। ওইদিন ১৮টি আবাসিক হলের প্রতিটিতে হল সংসদের নির্বাচিত নেতাদের সঙ্গেও মতবিনিময় সভা হবে। সেখানে তারাও দায়িত্ব গ্রহণ করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রক্টর অধ্যাপক ড.এ কে এম গোলাম রব্বানী।

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পরে ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পৃনঃতফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে ভিসি অফিসের সামনে অবস্থান নেয় নির্বাচন বর্জন করা ৫টি প্যানেলের নেতাকর্মীরা।নির্বাচন বর্জনকারী পাঁচটি প্যানেল হলো- কোটা সংস্কার আন্দোলন, প্রগতিশীল ছাত্র ঐক্য, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও ছাত্র ফেডারেশন।সোমবার (১৮ মার্চ) বিকেল আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

/পিবিডি/একে

ডাকসু নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close