• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাতেই ব্যালটে সিল, কটিয়াদীর সব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

প্রকাশ:  ২৪ মার্চ ২০১৯, ১০:৪৪ | আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১০:৫২
কিশোরগঞ্জ প্রতিনিধি

রাতের বেলায় ব্যালট পেপারে সিল মারার অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম ও কটিয়াদী থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার সকালে কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. তাজুল ইসলাম জানান, রাতেই কতিপয় দুষ্কৃতকারী ভয়ভীতি দেখিয়ে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরে রাখার অভিযোগে সব কয়টি কেন্দ্র ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম ও কটিয়াদী থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, কটিয়াদীতে মোট ভোটকেন্দ্র রয়েছে ৮৯ টি।


/পিবিডি/একে

উপজেলা পরিষদ নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close