• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নুসরাতের জন্য ভালোবাসা: সুজন হাজংয়ের কবিতা

প্রকাশ:  ১২ এপ্রিল ২০১৯, ১৮:১০
সুজন হাজং

কিছু অনুচ্চারিত শব্দ, কিছু অব্যক্ত পংক্তিমালা

দূষিত বাতাসে কানপেতে শুনি তার আর্তচিৎকার

মা আমি বাঁচতে চাই....

ভয়াল কালো নিপীড়নের যাঁতাকলে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেছি কতো উজ্জ্বল মুখ,

সেই হারোনো মুখগুলোর মাঝে

বেঁচে থাকার কঠিন লড়াইয়ে তুমি হয়তো জয়ী হতে পারোনি।

ধিক্কার জানাই সেইসব কুলাঙ্গারদের

এই সমাজে বিবেকহীন পাষণ্ড মানুষের কেনো অপমৃত্যু হয় না!

তোমার নিষ্পাপ মায়াবী চোখের আকুতি কেন বোঝেনি

এই নিষ্ঠুর পৃথিবী।

নুসরাত, তোমার জন্য হয়তো কিছু কবিতা লেখা হবে

যেমন করে তার আদরের বোনের জন্য ভাই লেখে।

নুসরাত, তোমার জন্য

আজীবন অপেক্ষায় থাকবে তোমার দুঃখিনী মা

কখন তুমি বাড়ি ফিরবে,

জানি আর কোনদিন তোমার বাড়ি

ফেরা হবে না।

সামনে ঈদ

সবাই তার মেয়ের জন্য কতোকিছুই না

কিনবে,

রঙিন জামা, চুড়ি, ঘড়ি, নূপুর কতকিছু

এ বাড়িতে সে বাড়িতে মাংস, পোলাও, শেমাই ,খুরমা কতকিছু রান্না হবে।

এবার শুধু তোমার ঈদ করা হলো না

সাদা কফিনে মোড়ানো মৃত্তিকার বুকে

তুমি নিশ্চুপ ঘুমিয়ে থাকবে।

জানি, তোমার বাবার কাছে তুমি আর কোনদিন কিছু চাইবে না।

পিবিডি/ এইচকে

কবিতা,সুজন হাজং
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close