• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কানাডায় হবে কবি আসাদ চৌধুরীর ‌দাফন

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০২৩, ২২:৪৪
পূর্বপশ্চিম ডেস্ক

সদ্য প্রয়াত কবি আসাদ চৌধুরীর নামাজে জানাজা ও দাফন হবে কানাডায়। শুক্রবার (৬ অক্টোবর) বাদ জুমা টরন্টোর নাগেট মসজিদে অনুষ্ঠিত হবে জানাজা। এরপর কবির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য মসজিদের অভ্যন্তরে রাখা হবে। পরে কবিকে পিকারিং ডাফিন মেডোজের কবরস্থানে দাফন করা হবে।

আসাদ চৌধুরী কানাডার অশোয়া শহরের লেক রিজ হাসপাতালে বৃহস্পতিবার (৫ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।

আসাদ চৌধুরীর জন্ম ১৯৪৩ সালের ১১ই ফেব্রুয়ারি। কবি হিসেবেই তিনি সুপরিচিত। তবে, কবিতা ছাড়াও তিনি বেশ কিছু শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী ইত্যাদি রচনা করেছেন। কিছু অনুবাদকর্মও সম্পাদন করেছেন তিনি। ১৯৮৩ খ্রিষ্টাব্দে তার রচিত ’বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শীর্ষক উল্লেখযোগ্য গ্রন্থটি প্রকাশিত হয়।

কর্মের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন। তার ব্যঙ্গার্থক কবিতা ‌‘কোথায় পালালো সত্য’ জনপ্রিয়তা কুড়িয়েছে। গুণী এই কবির প্রয়াণে গভীরভাবে শোকাহত লেখক, পাঠক ও সাহিত্যপ্রেমীরা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

‌দাফন,কানাডা,কবি,আসাদ চৌধুরী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close