• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘স্যার, একটা সেলফি প্লিজ’

প্রকাশ:  ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৮
নিজস্ব প্রতিবেদক

বইমেলায় জাফর ইকবালের উপস্থিতি মানেই তরুণদের জটলা। অটোগ্রাফ, ফটোগ্রাফ কত কিছুর আবদার। মঙ্গলবার বিকালে তাম্রলিপির স্টলের সামনে বিরাট জটলা। একটু এগিয়ে গিয়ে দেখা যায় সেখানে জাফর ইকবাল বসে আছেন। আর তাকে ঘিরে ভিড় করেছে বিভিন্ন বয়সী পাঠকরা।

প্রিয় লেখককে কাছে সবার কত আবদার। বই কিনে তাতে অটোগ্রাফ নিচ্ছেন। কেউ ছবি তুলছেন। আবর কেউ ব্যস্ত ছিল সেলফি তোলায়। তাদের দাবি ‘একটা অটোগ্রাফ প্লিজ’।

জাফর ইকবাল বেশ হাসি মুখেই ভক্তদের দাবি মেটাচ্ছিলেন। এ সময় জাফর ইকবাল পূবপশ্চিমকে বলেন, তারা এসে ছবি তুলুক এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তার হাতের দিকে আগে তাকিয়ে দেখি হাতে বইয়ের ব্যাগ আছে কি না? আমি চাই আমাদের তরুণ, নতুন প্রজন্মরা বই পড়ুক।

পিবিডি/রবিউল

জাফর ইকবাল,অমর একুশে গ্রন্থমেলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close