• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পিআইবিতে সাব-এডিটরদের ‘সংবাদ সম্পাদনা’ প্রশিক্ষণ

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২২, ১৮:৫০ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ২৩:০৭
সজিব খান

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের জন্য তিনদিন ব্যাপী সংবাদ সম্পাদনা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর সার্কিট হাউজ রোডের বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।

প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, পিআইবির পরিচালক (প্রশাসন/অধ্যায়ন ও প্রশিক্ষণ) আফরাজুর রহমান, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন ফরাজী ও দপ্তর সম্পাদক মনির আহমাদ জারিফ।

কর্মসূচির প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক মাহমুদুল হক। এতে ঢাকায় কর্মরত বিভিন্ন শীর্ষস্থানীয় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি আগামী ১৮ জানুয়ারী পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।

পূর্বপশ্চিম/এসকে

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close