• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৬ | আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৫
পূর্বপশ্চিম ডেস্ক
হুমকিদাতা মো: আব্দুল গাফ্ফার খান

অনিয়ম ও প্রতারণার সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজপোর্টাল বার্তা বাজারের নিজস্ব প্রতিবেদক সিদ্ধার্থ দে'কে মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে অভিযুক্ত মো: আব্দুল গাফ্ফার খান রানা'র বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাসির আহমেদকে সাধারণ ডায়েরিটির (নম্বর ১০০২) তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।

সাধারণ ডায়েরিতে সিদ্ধার্থ দে উল্লেখ করেন, আমার পূর্ব পরিচিত মো: আব্দুল গাফ্ফার খান রানা রোববার (১৩ ফ্রেবুয়ারি) দুপুর ২ টা ১ মিনিটের সময় ০১৮১৯৪৬১২৯৯ নম্বর থেকে আমাকে কল করে গালাগাল করেন। তিনি আমি এবং আমার কর্মরত প্রতিষ্ঠান বার্তা বাজারকেও দেখে নেওয়ার হুমকি দেন। বিভিন্নরকম ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।

এ বিষয়ে গণমাধ্যমকে সিদ্ধার্থ দে বলেন, মো: আব্দুল গাফ্ফার খান রাজধানীর ৬০ ফিট এবং মিরপুর-১১ এ অফিস ভারা নিয়ে সরকারী অনুমোদনবিহীন সিটি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস নামে ডেলিভারি প্রতিষ্ঠান খুলে বসেছিল। তার বিরুদ্ধে গ্রাহকদের টাকা ও মার্চেন্টদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের সংবাদ প্রকাশ করায় আমাকে হুমকি দেওয়া হয়েছে।


পূর্বপশ্চিম/এসকে

সাংবাদিক,হুমকি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close