• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাংবাদিক অধরাকে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ১৯ সংগঠনের চিঠি

প্রকাশ:  ৩১ আগস্ট ২০২৩, ১২:৪৫
নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক অধরা ইয়াসমিনকে হয়রানি ও ভীতি প্রদর্শন বন্ধে অবিলম্বে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে মানবাধিকারবিষয়ক দেশি-বিদেশি ১৯ সংগঠন। রাজারবাগ দরবার শরিফ নিয়ে আরটিভিতে ২৯ এপ্রিল ভিডিও রিপোর্ট করার জন্য তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে তদন্ত করা হচ্ছে।

সম্পর্কিত খবর

    বৃহস্পতিবার এ চিঠি ইস্যু করা হয়েছে। তা প্রকাশ হয়েছে সাংবাদিকদের অধিকারবিষয়ক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টে (সিপিজে)।

    ওই চিঠিতে এসব সংগঠন বলেছে, ইয়াসমিনের বিরুদ্ধে তদন্ত অবিলম্বে বন্ধ করা উচিত কর্তৃপক্ষের।

    এতে প্রধানমন্ত্রীকে ‘ম্যাডাম প্রাইম মিনিস্টার হাসিনা’ সম্বোধন করা হয়েছে। বলা হয়েছে, মধ্য জুলাই থেকে বেআইনিভাবে ইয়াসমিনের ওপর নজরদারি করছেন রাজারবাগ দরবার শরিফের সদস্যরা। এ রিপোর্ট পেয়ে আমরা হতাশা প্রকাশ করছি। তারা তাকে অব্যাহতভাবে অনুসরণ করছে। তার বিরুদ্ধে আরও অভিযোগ ফাইল করার হুমকি দিচ্ছে।

    এমনকি রিপোর্টিংয়ের কারণে তিনি ও তার পরিবারকে প্রতিশোধ নেওয়ার হুমকি দিচ্ছে। কর্তৃপক্ষকে দ্রুততার সঙ্গে এসব হুমকির বিষয়ে তদন্ত করতে হবে। এর সঙ্গে জড়িতদের জবাবদিহিতায় আনতে হবে। ইয়াসমিনের শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চিঠিটির অনুলিপি পাঠানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন কামাল উদ্দিন আহমেদের কাছে।

    চিঠিতে স্বাক্ষরকারী সংগঠনগুলো হলো— অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, আর্টিক্যাল ১৯ সাউথ এশিয়া, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া, ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রোজেক্ট, সিভিকাস: ওয়ার্ল্ড এলায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, কোয়ালিশন ফর ওমেন ইন জার্নালিজম (সিএফডব্লিউআইজে), কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস, ফোরাম ফর ফ্রিডম অব এক্সপ্রেশন বাংলাদেশ, ফ্রি প্রেস আনলিমিটেড, আইএফইএক্স, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস, ইন্টারন্যাশনাল ওমেন্স মিডিয়া ফাউন্ডেশন, পেন আমেরিকা, পেন বাংলাদেশ, পেন ইন্টারন্যাশনাল ও রিপোর্টার্স উইদআউট বর্ডার্স।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close