• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাষ্ট্রপতির সংলাপে বিএনপিকে আমন্ত্রণ ১২ জানুয়ারি

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০২২, ১৯:২১ | আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ২০:২৮
নিজস্ব প্রতিবেদক

নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপে অংশ নিতে বিএনপিকে আগামী ১২ জানুয়ারি বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (৫ জানুয়ারি) সংলাপের আমন্ত্রণপত্র নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ চিঠি গ্রহণ করেন।

বিএনপির দপ্তর সূত্র জানায়, সংলাপে অংশগ্রহণের জন্য আগামী ১২ জানুয়ারি বিকেল ৪টায় বঙ্গভবনে বিএনপির প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বঙ্গভবনের প্রেস উইং সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর সংলাপ শুরুর পর এখন পর্যন্ত ২৭টি দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিএনপির সঙ্গে সংলাপের সূচি নির্ধারিত হয়েছে ১২ জানুয়ারি বিকাল ৪টায়।

বিএনপির পক্ষ থেকে অবশ্য আগেই সংলাপে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। গত ২৭ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে 'আলোচনায় কোনো ফল হবে না' জানিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আমন্ত্রণ পাওয়ার পরও কেন সংলাপে অংশ নেবে না এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি পাঠাতে পারে দলটি।

বিএনপি আগামী সাধারণ নির্বাচন তদারকি করতে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগ নিতে রাষ্ট্রপতিকে অনুরোধ করবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এ পর্যন্ত ৫টি রাজনৈতিক দল- বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, সিপিবি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এবং ইসলামী আন্দোলন, বাংলাদেশ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। তার মধ্যেই রাষ্ট্রপতিকে নতুন কমিশন গঠন করতে হবে। সেই ইসির পরিচালনায় আগামী সাধারণ নির্বাচন হবে।

পূর্বপশ্চিম এনই

রাষ্ট্রপতির সংলাপ,বিএনপিকে আমন্ত্রণ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close