• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ বানোয়াট: বিদায়ী সিইসি

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪৩
নিজস্ব প্রতিবেদক

ইসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ বানোয়াট বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। কঠোর পরিশ্রম করে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছি বলেও দাবি করেন তিনি।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিদায়ী সংবাদ সম্মেলনে কে এম নুরুল হুদা এসব কথা বলেন।

সিইসি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১৩ কেন্দ্রে শতভাগ ভোট পড়ার বিষয়টি অস্বাভাবিক। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার ছিল না।

সিইসি আরো বলেন, নির্বাচনে প্রাণহানি নিয়ন্ত্রণ করতে না পারা বড় ব্যর্থতা।

ইভিএমে ভোটগ্রহণের মতো বড় চ্যালেঞ্জ সফলতার সাথে সম্পন্ন করতে পেরেছেন বলে দাবি করেন নুরুল হুদা।

এ সময়, সব রাজনৈতিক দলের আস্থা অর্জনের চেষ্টা করেছেন বলে জানান তিনি।

পাঁচ বছরের ব্যর্থতা-সফলতা নিয়ে কে এম নূরুল হুদা বলেন, আমরা চেষ্টা করেছি পরিপূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য। কারো কথায় নয়, আইনের শাসনের মধ্যে থাকার চেষ্টা করেছি।

উল্লেখ্য, আজ আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন (ইসি)। ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি এ কমিশন দায়িত্ব গ্রহণ করে।

পূর্বপশ্চিমবিডি/জেএস

নির্বাচন কমিশন,কে এম নুরুল হুদা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close