• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ২১ বছর পর জঙ্গি আজিজুল গ্রেপ্তার

প্রকাশ:  ০২ মার্চ ২০২২, ১৪:৫৯ | আপডেট : ০২ মার্চ ২০২২, ১৫:১২
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলায় দীর্ঘ ২১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মাে. আজিজুল হক রানা ওরফে শাহনেওয়াজকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) রাজধানীর খিলক্ষেত থানার খিলক্ষেত বাজার মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরােরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।

গ্রেপ্তারের পর পুলিশ বলছে, সে এক এক জায়গায় এক এক পরিচয় দিতো‌। অবশেষে গোয়েন্দা জালে ধরা পড়তে হয়েছে।

বুধবার (২ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ডিআইজি মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতের কাছ থেকে জিহাদী বই, দুটি মােবাইল ফোন, পেনড্রাইভ ও কম্পিউটারের হার্ডডিক্স উদ্ধার করা হয়।

সিটিটিসি ইউনিটের প্রধান ডিআইজি মো. আসাদুজ্জামান বলেন, ২০০০ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সফরসঙ্গীদের হত্যার উদ্দেশ্যে কোটালীপাড়াস্থ শেখ লুৎফর রহমান আদর্শ কলেজ মাঠে অবস্থিত সভামঞ্চের পাশে মাটির নিচে একটি ৪০ কেজি ওজনের বােমা এবং হেলিপ্যাড (ডহর পাড়া)’র পাশে মাটির নিচে একটি ৭৬ কেজি ওজনের বােমা পুঁতে রাখে ।

তিনি বলেন, আমরা তাকে দীর্ঘ ২১ বছর পর ধরতে সক্ষম হযয়েছি। গ্রেপ্তারকৃত জঙ্গি মুফতি হান্নানের সাথে বােমা পুঁতে রাখার দায়িত্বে ছিল। ঘটনাটি প্রকাশ পেলে বােমা দুইটি উদ্ধারের পর আজিজুল হক রানা কোটালীপাড়া থেকে পালিয়ে ঢাকায় চলে আসে।


পূর্বপশ্চিম/এসকে

শেখ হাসিনা,হত্যাচেষ্টা,জঙ্গি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close