• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শিক্ষাবিদদের সঙ্গে রোববার বৈঠকে বসছে নির্বাচন কমিশন

প্রকাশ:  ১২ মার্চ ২০২২, ১৫:১৭
ডেস্ক রিপোর্ট

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী রোববার (১৩ মার্চ) শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ভবনের সভাকক্ষে বিকেল ৩টায় সভাটি অনুষ্ঠিত হবে।

এতে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবে। নির্বাচন কমিশন মূলত বুদ্ধিজীবীদের পরামর্শ নিয়ে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করতে চায়।

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, ৩০ জন বুদ্ধিজীবীর তালিকা করা হয়েছে। এদের মধ্যে কেউ কেউ হয়তো আসবেন না। তবে অনেকেই আসবেন বলে জানিয়েছেন। কয়েকজনকে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হলেও ফোনে যোগাযোগ করা যায়নি।

কাজী হাবিবুল আউয়াল কমিশনের অধীনেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের শুরু থেকেই নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করবে। তার আগেই সংলাপের আয়োজন ইতিবাচক দৃষ্টিতে দেখছে সচেতন মহল।

পূর্বপশ্চিম/এনএন

ইসি,নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close