• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সোনার বাংলা গড়তে সোনার মানুষ দরকার: শিক্ষামন্ত্রী

প্রকাশ:  ১৪ মার্চ ২০২২, ১৫:৫২
দিনাজপুর প্রতিনিধি

বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশের মুক্তির পথ দেখিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। তার দেখানো পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন ।

রবিবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে ৫০তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর দেখানো পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উল্লেখ করে ডা. দীপুমনি বলেন, সোনার বাংলা গড়ে তুলতে সোনার মানুষ দরকার। আজ এখানে যে সমস্ত শিক্ষার্থীরা এসেছে, তারাই হলো সোনার বাংলার কারিগর। আমাদের ছেলে-মেয়েরা শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকবে ।

তিনি আরোও বলেন , আমরা আশা করি, আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি শারীরিক চর্চার মাধ্যমে তাদের যত সম্ভাবনা রয়েছে তা উন্মোচিত করার মাধ্যমে সোনার মানুষ হিসেবে গড়ে উঠবে। আর তাদের হাত ধরেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরোও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু বকর সিদ্দিক প্রমুখ।

পূর্বপশ্চিম/এসএম/এনএন

শিক্ষামন্ত্রী,দিনাজপুর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close