• বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাকায় যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি নুল্যান্ড

প্রকাশ:  ১৯ মার্চ ২০২২, ২৩:৫৫
নিজস্ব প্রতিবেদক

ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

শনিবার বিকেলে তিনি ঢাকা পৌঁছেছেন বলে নিশ্চিত করেছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের একটি সূত্র।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অষ্টম অংশীদারত্ব সংলাপ রোববার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে অংশ নিতেই ঢাকায় এসেছেন নুল্যান্ড।

সোমবার ঢাকা সফর শেষে ভারতের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা সফর করবেন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

সফরকালে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ‘অংশীদারত্ব সংলাপ’ এবং নয়াদিল্লিতে পররাষ্ট্র দপ্তরে কনসালটেশনে অংশ নেয়ার কথা রয়েছে তার।

প্রতিনিধি দলের অন্য সিনিয়র সদস্যদের মধ্যে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী সচিব ডোনাল্ড লু এবং নীতিবিষয়ক উপ-আন্ডার সেক্রেটারি আমান্ডা ডরিও আছেন বলেন জানা গেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক অংশীদারদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং সহযোগিতার ওপর জোর দেবেন নুল্যান্ড।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য অর্থনৈতিক অংশীদারত্বকে শক্তিশালী করতে এবং সম্পর্ককে আরও গভীর করতে সুশীল সমাজ, ব্যবসায়ী নেতাদের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে।

পূর্ব পশ্চিম/জেআর

ঢাকায়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close