• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ব্যবসায়ীর মৃত্যু, হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশ:  ২৯ মার্চ ২০২২, ১০:০৮
হিলি প্রতিনিধি

স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রেন্টুর মৃত্যুতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে মঙ্গলবার (২৯ মার্চ) আধাবেলা আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তিনি ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ মার্চ) মৃত্যু বরণ করেন।

আজ মঙ্গলবার সকাল থেকেই দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রেন্টু গত তিন দিন আগে ব্রেনস্ট্রোক করে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক জানিয়ে স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো আধাবেলা আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে সকাল থেকে আমদানি-রপ্তানিসহ বন্দরের পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার দুপুরে পর আবারো আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে বলে জানান তিনি।

জিএম/এনএন

হিলি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close