• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

১২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে লালবাগে প্লাস্টিক কারখানার আগুন

প্রকাশ:  ১৫ এপ্রিল ২০২২, ১৪:৫৪ | আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৫:২৪
অনলাইন ডেস্ক

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টা রাজধানীর লালবাগের শহীদনগর বউবাজার এলাকায় প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার পরপরই শ্রমিকরা বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ক্ষয়ক্ষতি নিরুপণ করা হবে। এ ছাড়া আগুন লাগার কারণও খুঁজে বের করা হবে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস জানায়, ১২টা ৬ মিনিটে আগুন লাগার খবর পায় বাহিনীটি। খবর পাওয়ার আট মিনিটের মাথায় ১২টা ১৪ মিনিটে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছয়। শুরুতে আগুন নিয়ন্ত্রণে ৬টি ইউনিট কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যুক্ত হয় আরও বেশ কয়েকটি ইউনিট। শেষ পর্যন্ত সবমিলিয়ে ১২টি ইউনিট দুর্ঘটনা নিয়ন্ত্রণে কাজ করে।

বউবাজারের ৪ নম্বর গলির ওই কারখানাটি টিনশেডের। সেখানে দাহ্য পদার্থ ছিল। শুক্রবার ছুটির দিন হলেও কিছু শ্রমিক ভেতরে কাজ করছিলেন। আগুন লাগার পরপরই তারা বেরিয়ে আসেন। ফলে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পূর্বপশ্চিম/িএনএন

আগুন,লালবাগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close