• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে অভিযান চলবে: মেয়র আতিক

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০২২, ২২:৫৫
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বাস টার্মিনালগুলোতে ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালানো হবে।

সোমবার (১৮ মার্চ) ঢাকা উত্তর সিটির নগর ভবনে শিশুদের জন্য ঈদের নতুন পোশাক বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য আতিকুল ইসলাম এসব কথা বলেন। সিটি করপোরেশন ও দারাজের যৌথ উদ্যোগে ঢাকা উত্তর সিটির ১৪টি ওয়ার্ডে ১৪ হাজার শিশুর জন্য নতুন পোশাক বিতরণ করা হবে। এ উদ্যোগের অর্থায়ন করছে দারাজ।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ফিটনেসবিহীন বাস রাস্তায় নামিয়ে কোনোভাবেই ঈদের খুশিকে নষ্ট করা যাবে না। বাসমালিকদের আহ্বান করছি, তাঁরা যাতে ফিটনেসবিহীন কোনো বাস না চালান। যারা ঈদের খুশিতে বাড়িতে যাত্রা করবে, তাদের যেন লাশ না হতে হয়।

তিনি বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ, তারাই হবে দেশ গড়ার কারিগর। তাই ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে প্রতি মুহূর্তে আমাদের ভাবতে হবে। শিশুদের সঠিক পথ দেখাতে পারলেই আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারব।

পূর্বপশ্চিম- এনই

মেয়র আতিক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close