• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভেকু মেশিনের ধাক্কায় বিকল ‘বনলতার’ ইঞ্জিন

প্রকাশ:  ১৮ মে ২০২২, ১৬:১২ | আপডেট : ১৮ মে ২০২২, ১৬:২৯
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলক্ষেতে ভেকু মেশিনের ধাক্কায় রাজশাহী থেকে ছেড়ে আসা‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এ ঘটনায় ঢাকামুখী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে অন্য লাইনে চলাচল অব্যাহত রয়েছে।

বুধবার (১৮ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কমলাপুর স্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সরোয়ার।

তিনি জানান, বেলা ১২টার দিকে খিলক্ষেত বনরুপা এলাকায় ভেকু মেশিনের ধাক্কায় রাজশাহী থেকে ছেড়ে আসা ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় একমুখী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই লাইনটি চালু হবে।

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কামরুল হাসান জানান, ভেকু মেশিনে রেললাইনের পাশেই এলিভেটর এক্সপ্রেসওয়ের কাজ করা হচ্ছিলো। ইঞ্জিনটি সরানো হলে কিছুক্ষণের মধ্যেই লাইন চালু হয়ে যাবে।

পূর্বপশ্চিম- এনই

ভেকু মেশিন,ট্রেনের ইঞ্জিন বিকল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close