• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রোহিঙ্গা অনুপ্রবেশে উদ্বেগ, ভারতকে বাংলাদেশের চিঠি

প্রকাশ:  ২২ মে ২০২২, ২২:৩৮
নিজস্ব প্রতিবেদক

ভারত থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশে উদ্বেগ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। রোববার (২২ মে) এই নয়াদিল্লিকে এই চিঠি দিয়েছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে সম্প্রতি বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে এবং রোহিঙ্গাদের এ ধরনের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ বন্ধ করতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

জানা যায়, মিয়ানমারের রাখাইন থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের একটি অংশ ভারতের বিভিন্ন প্রদেশে আশ্রয় নিয়েছিল। কিন্তু সম্প্রতি সেদেশ থেকে এই রোহিঙ্গারা স্বদেশে ফিরে না গিয়ে বাংলাদেশে চলে আসছে বলে খবর মিলছে।

এর আগে গত ১৭ মে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, ভালো খাওয়া-দাওয়ার আশায় ভারত থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসছেন। এটা আমাদের জন্য দুশ্চিন্তা।

তিনি আরো বলেছিলেন, দুর্ভাগ্যবশত অনেক রোহিঙ্গা বাংলাদেশে চলে আসছেন। এসব রোহিঙ্গা ২০১২ সালে ভারতে ঢুকে সে দেশের বিভিন্ন প্রদেশে আশ্রয় নিয়েছিলেন। এখন তারা শুনেছেন যে বাংলাদেশে এলে খুব ভালো খাওয়া-দাওয়া পাবেন। আমরা ভারতকে বলব যে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

মিয়ানমারে সেনা নিপীড়ন, ধর্ষণ ও হত্যাযজ্ঞের মাঝে প্রাণ বাঁচাতে সাগর ও সীমান্ত পাড়ি দিয়ে ২০১৭ সালের ২৫ আগস্টের পর নতুন করে প্রায় সাড়ে সাত লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

এর আগে থেকে আরো প্রায় সাড়ে তিন লাখের মতো রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশ অবস্থান করছিলো। সব মিলিয়ে বর্তমানে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস বাংলাদেশ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চিঠি,বাংলাদেশ,রোহিঙ্গা,অনুপ্রবেশ,উদ্বেগ,ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close