• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শনিবার ঢাকায় পৌঁছাবে আবদুল গাফফার চৌধুরীর মরদেহ

প্রকাশ:  ২৭ মে ২০২২, ১২:৪৬
নিজস্ব প্রতিবেদক

প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার (২৮ মে)। বেলা ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শুক্রবার (২৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, দুপুর ১টার দিকে আবদুল গাফফার চৌধুরীর মরদেহ জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল ৪ টায় তার মরদেহ জাতীয় প্রেসক্লাবে আনা হবে। বিকেল সাড়ে ৫টায় তার মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।

এর আগে গত ২০ মে আবদুল গাফফার চৌধুরীর প্রথম জানাজা ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হয়। এছাড়া আলতাব আলী পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হয় মরদেহ। গাফফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে তার স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

মহান একুশের অমর সংগীতের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী গত ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মরদেহ,আবদুল গাফফার চৌধুরী,ঢাকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close