• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পদ্মা সেতু: একদিনে আদায় হলো সর্বোচ্চ টোল

প্রকাশ:  ০২ জুলাই ২০২২, ১৪:৩৩ | আপডেট : ০২ জুলাই ২০২২, ১৪:৪৬
নিজস্ব প্রতিনিধি
পদ্মা সেতু। ছবি: ফাইল

পদ্মা সেতু উদ্বোধনের পর গতকাল শুক্রবার (১ জুলাই) একদিনে সর্বোচ্চ ৩ কোটি ১৬ লাখ টাকার রেকর্ড টোল আদায় করা হয়েছে। এদিন সেতু দিয়ে মোট ২৬ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার করেছে।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, পদ্মা সেতুর দুই প্রান্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে গতকাল শুত্রুবার থেকে টোল আদায় শুরু হয়েছে। প্রথমদিন ৪১ হাজার ৭১৪টি যানবাহন থেকে ৬৯ লাখ ৮১ হাজার ৮৮০ টাকা টোল আদায় করা হয়েছে।

এর মধ্য ধলেশ্বরী সেতু সংলগ্ণ টোল প্লাজা দিয়ে ২৬ হাজার ৬৪টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৪৫ লাখ ৭৭ হাজার ২৪০ টাকা। আর ভাঙা দিয়ে যানবাহন পারাপার করেছে ১৫ হাজার ৬৫০টি। এখানে টোল আদায় করা হয়েছে ২৪ লাখ ৪ হাজার ৬৪০ টাকা।

পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১৩ হাজার ৮০১টি। টোল আদায় হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ১০০ টাকা। জাজিরা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১২ হাজার ৫৯৭টি। টোল আদায় করা হয়েছে ১ কোটি ৫১ লাখ ১১ হাজার ১০০ টাকা।

প্রসঙ্গত, পদ্মা সেতু নির্মাণের আগে পূর্বাভাস দেওয়া হয়েছিল, এ সেতু দিয়ে দিনে প্রায় ২৪ হাজার যানবাহন চলাচল করবে। সে তুলনায় প্রথম দিন পূর্বাভাসের দ্বিগুণের বেশি যান চলেছে। তবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) বলছে, প্রথম দিনের যানবাহনের বড় অংশই মোটরসাইকেল। অবশ্য পরে সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পূর্বপশ্চিমবিডি/এআই

পদ্মা সেতু,টোল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close