• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘আদিবাসী’ শব্দটি ব্যবহার না করার অনুরোধ

প্রকাশ:  ২৮ জুলাই ২০২২, ২০:৩৯ | আপডেট : ২৮ জুলাই ২০২২, ২০:৪২
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার না করার বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা সম্পর্কে প্রচারের জন্য অনুরোধ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গত ১৯ জুলাই মন্ত্রণালয়ের উপসচিব শেখ শামছুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ করা হয়।

সম্পর্কিত খবর

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ছোট ছোট সম্প্রদায় বা গোষ্ঠীকে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা বা নৃ-গোষ্ঠী বলে আখ্যায়িত করা হয়েছে।

    আরও বলা হয়, এ অবস্থায় আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত টক শোতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশেষজ্ঞ এবং সংবাদপত্রের সম্পাদকসহ সুশীল সমাজের অন্য ব্যক্তিদের বাংলাদেশের ক্ষেত্রে ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার না করার বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা সম্পর্কে প্রচারের জন্য অনুরোধ করা হলো।

    পূর্বপশ্চিমবিডি/এআই

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close