• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অকপটে সত্য লিখবেন, সাংবাদিকদের দুদক চেয়ারমম্যান

প্রকাশ:  ০২ আগস্ট ২০২২, ১৮:১০
নিজস্ব প্রতিবেদক

দে‌শের স্বার্থে অকপটে সত্য কথা লেখার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

মঙ্গলবার (২ আগস্ট) বিকালে সেগুনবাগিচায় দুদ‌কে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র‌্যাক) এর অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এসময় দুদক কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান, কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও দুদক সচিব মো. মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।

দুদক চেয়ারম্যান বলেন, আপনারা নির্মোহভাবে ও অকপটে সত্য কথা লিখবেন। কাউকে উদ্দেশ্য না করে; এমনকি আমার পক্ষেও না, সত্য কথা লিখবেন দেশের স্বার্থে। কারণ আপনাদের একটি নিউজ দেশের সব মানুষের ওপর প্রভাব ফেলে। তবে ভুল মেসেজ যেন না যায়, এই অনুরোধ থাকবে।

আপনা‌দের লেখনি যেন দুর্নী‌তিবাজ‌দের প‌ক্ষে না হয়। যা‌তে দে‌শের কো‌নও ক্ষ‌তি না হয় সে‌দি‌কে খেয়াল রাখ‌বেন- ব‌লেন দুদক চেয়ারম‌্যান।

তিনি আরও বলেন, যেখানে আমাদের যাত্রা শেষ হয়, ওখানে আপনাদের শুরু। আপনারা অনেক গভীরে গিয়ে সত্য প্রকাশ করতে পারেন। আশা করছি আমাদের সহযোগিতা করবেন। আমরাও আপনাদের সহযোগিতা করবো।

অকপট,দুদক,সাংবাদিক,মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close