• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গুলশান থানার টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালিয়েছেন নারী আসামি

প্রকাশ:  ২৯ আগস্ট ২০২২, ১৪:২১ | আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৫:২১
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান থানার টয়লেটের ভেন্টিলেটর দিয়ে চুরির মামলায় গ্রেপ্তার এক নারী আসামি পালিয়ে গেছেন। শনিবার (২৭ আগস্ট) রাতে খাদিজা আক্তার (১৮) নামে ওই আসামি পালিয়ে যাওয়ার পর পুলিশ এখনও তাকে খুঁজে পায়নি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান গণমাধ্যমকে জানান, গত ১৬ আগস্ট গুলশানের একটি বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় খাদিজা। তিনি ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন। এ ঘটনায় মামলা হলে পুলিশ ২৬ আগস্ট গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে গুলশান থানায় নিয়ে আসে। পরদিন রাতে খাদিজা টয়লেটে যাওয়ার কথা বলে জানান।

পরে তাকে থানার টয়লেটে নিয়ে গেলে তিনি টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যান।

আবুল হাসান জানান, আসামি খাদিজাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। আশা করি, খুব শিগগির তাকে ধরতে পারব।

পূর্বপশ্চিম- এনই

গুলশান থানা,নারী আসামী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close