• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাজেক সড়কে যানবাহনের লাইসেন্স-ফিটনেস যাচাই করছে সেনাবাহিনী

প্রকাশ:  ২১ অক্টোবর ২০২২, ১৪:২৮
খাগড়াছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে সাজেক সড়কে চলাচল করা সকল যানবাহনের ফিটনেস ও চালকদের লাইসেন্স পরীক্ষা শুরু করেছে সেনাবাহিনী। পাশাপাশি গতিসীমাও সর্বোচ্চ ৪০ কিলোমিটার রাখার নির্দেশনা দেওয়া হয়েছে উপজেলা প্রশাসন থেকে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

গত দুই দিনে পৃথক দুই দুর্ঘটনায় সাজেকে জিপ (চাঁদের গাড়ি) উল্টে পাহাড়ি খাদে পরে সাগর আহমেদ (৩২) নামে এক পর্যটক নিহত ও আরো ১৮ জন আহত হন। এ ঘটনার পর সাজেক সড়কে যানচলাচলের ওপর প্রশাসনিক নজরদারি বাড়ানো হয়েছে।

সূত্র জানায়, সকাল থেকে শুরু হওয়া যাচাই-বাছাইয়ের কারণে সাজেক সড়কে চাঁদের গাড়ি চলাচল অনেক কমে গেছে।

এদিকে, সকাল থেকে শুরু হওয়া লাইসেন্স ও ফিটনেস পরীক্ষাকে স্বাগত জানিয়েছেন পর্যটকসহ স্থানীয়রা।

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, প্রশাসনের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরা চাই না সাজেক সড়কে আর কোনো দুর্ঘটনায় কারো মৃত্যু হোক।

সাজেক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close