• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কর্ণফুলী দেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী: ড. মনজুর

প্রকাশ:  ০৮ নভেম্বর ২০২২, ২০:০৭
চট্টগ্রাম প্রতিনিধি

কর্ণফুলী দেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী দাবি করে জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেছেন, কর্ণফুলী নদী দখল হয়ে গেলে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে।

মঙ্গলবার(৮ নভেম্বর) সাড়ে ৪টার দিকে কর্ণফুলী নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. মনজুর আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশের অন্য নদীর সঙ্গে কর্ণফুলীর তুলনা হবে না। অন্য নদী আর কর্ণফুলী এক নয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কর্ণফুলী নদী ছিলো। কিন্তু এখন মাছ বাজার এবং হাজারও অবৈধ স্থাপনা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনাদের কথা মানতে পারছি না। ড্রেজিং করা হয় নদী রক্ষা করতে। নদী ভরাট করতে নয়। তাছাড়া কর্ণফুলী বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। এ নদীর বায়োডাইভারসিটি যে কোনো মূল্যে রক্ষা করতে হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চট্টগ্রাম,ড. মনজুর আহমেদ চৌধুরী,জাতীয় নদী কমিশন,নদী,অর্থনীতি,কর্ণফুলী,দেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close