• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার হোন, বীর মুক্তিযোদ্ধাদের সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশ:  ১২ নভেম্বর ২০২২, ১৯:২৯
নিজস্ব প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, আপনারা মিথ্যাচারের বিরুদ্ধে আবারো সোচ্চার হয়ে উঠুন। যেকোনো ষড়যন্ত্র আসুক, সে ষড়যন্ত্রকে প্রতিহত করে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাবান্ধব; তিনি বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য সর্বদা সচেষ্ট।

শনিবার (১২ নভেম্বর) উপজেলা প্রশাসন, কালীগঞ্জ, লালমনিরহাট আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

নুরুজ্জামান আহমেদ বলেন, যড়যন্ত্রকারীরা সরব হওয়ার চেষ্টা করছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের কোনো ছাড় নয়।

বীর মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য বীর নিবাস ও মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছেন কথা উল্লেখ করে তিনি বলেন, জাতির সূর্যসন্তানদের জন্য আগামীতে আরো সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে।

সমাজকল্যাণমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য একাত্তরের মত আবারো ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে যারা শাসক ছিলো, তারা দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারেনি। রাজনীতির নামে ধ্বংসাত্মক কার্যক্রম করা গোষ্ঠী সম্পর্কে সজাগ থাকতে হবে। তাদের প্রতিহত করতে হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সমাজকল্যাণমন্ত্রী,বীর মুক্তিযোদ্ধা,সোচ্চার,মিথ্যাচার,নুরুজ্জামান আহমেদ,ষড়যন্ত্র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close