• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্টে প্রতিষ্ঠিত হবে: হানিফ

প্রকাশ:  ১২ নভেম্বর ২০২২, ২১:৩৬
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ চরম হতাশার রাষ্ট ছিলো। এই বাংলাদেশকে জঙ্গিবাদের চারণ ভূমি বানানো হয়েছিলো। জঙ্গি সংগঠন তৈরি হয়েছিল হাওয়া ভবনের নেতৃত্বে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান বক্তা হিসেবে এ কথা বলেন তিনি।

মাহবুব উল আলম হানিফ বলেন, যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্টে পরিণত করেছিলো সেই বিএনপি-জামায়াত এখন সক্রিয় হয়েছে। তারা বলছেন টেক ব্যাক বাংলাদেশ। তারা বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যেতে চায়।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। শত ভাগ মানুষ এখন বিদ্যুতের সুবিধা পাচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নশীল রাষ্ট্র। এখন এই উন্নয়নের ধারা অব্যাহত। ২০৪১ সালে আমাদের বাংলাদেশ উন্নত রাষ্টে হিসেবে প্রতিষ্ঠিত হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ব্রাহ্মণবাড়িয়া,মাহবুব উল আলম হানিফ,আওয়ামী লীগ,বাংলাদেশ,উন্নত,রাষ্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close