• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রধানমন্ত্রী ১৬ কোটি মানুষের নাড়ি-নক্ষত্রের খবর রাখেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ:  ২৬ নভেম্বর ২০২২, ২০:২৮
রাজশাহী প্রতিনিধি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ১৬ কোটি মানুষের নাড়ি-নক্ষত্রের খবর রাখেন। প্রান্তিক মানুষের পাশে সুখে-দুঃখে সব সময় আছেন।

শনিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থসহায়তা দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা কোনোভাবে থামেনি। আমাদের দেশের অর্থনীতি অন্য দেশের তুলনায় অনেক ভালো। বিশ্বের উন্নত দেশের তুলনায় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় আমরা অনেক ভালো আছি। তার দেশ পরিচালনায় সক্ষমতা সৃষ্টি হয়েছে, এ কারণে আজ আমরা পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থসহায়তা দিতে পারছি।

তিনি বলেন, পদ্মার ভাঙন থেকে রক্ষার জন্য ৭২২ কোটি টাকা প্রকল্পের কাজ শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে নদী ড্রেজিং কাজ শুরু হবে। নদীশাসন প্রকল্পে স্থানে স্থানে আই বাঁধ নির্মাণ করা হবে। এ কাজ সম্পন্ন হলে আশা করছি ভাঙন আর থাকবে না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপজেলার আড়ানী পৌরসভার আড়ানী চকসিংগা গ্রামের নিজ বাড়ির হলরুমে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২৪ লাখ টাকার চেক বিতরণ করেন। উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের অসময়ে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অর্ধশত পরিবারের মাঝে এই চেক বিতরণ করা হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

প্রতিমন্ত্রী,পররাষ্ট্র,খবর,নাড়ি-নক্ষত্র,প্রধানমন্ত্রী,মানুষ,শাহরিয়ার আলম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close