• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ক্রীড়াঙ্গনেও অনেক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: সেনাপ্রধান

প্রকাশ:  ২৬ ডিসেম্বর ২০২২, ২১:১১
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ক্রীড়াঙ্গনেও অনেক এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে ভলিবল খেলা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো অবস্থানে।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ ম্যানস ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২২ এর ফাইনাল খেলার পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় সেনাপ্রধান বলেন, আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট আয়োজন অনেক কঠিন কাজ। সফলভাবে টুর্নামেন্ট আয়োজন হয়েছে। বিজয়ের মাসে এটি অনেক বড় সফলতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ লতিফ।

ফাইনাল খেলা শেষে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এবং সেনাপ্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস প্রমুখ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বাংলাদেশ,ক্রীড়াঙ্গন,এস এম শফিউদ্দিন আহমেদ,বাংলাদেশ সেনাবাহিনী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close