• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||

গ্রামীণ ফোনের সিম বিক্রিতে বাধা নেই

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০২৩, ১৫:২৭
নিজস্ব প্রতিবেদক

দেশের শীর্ষস্থানীয় মোবাইল কোম্পানি গ্রামীণ ফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে অপারেটরটির সিম বিক্রিতে আর কোনো বাধা থাকল না।

প্রায় ছয় মাস বিক্রি বন্ধ থাকার পর সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যার পরে গ্রামীণ ফোনকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিঠি পাঠানো হয়।

সেবার মানের প্রশ্নে গত বছরের ২৯ জুন গ্রামীণফোনের সব ধরনের সিম বিক্রি বন্ধের নির্দেশনা দেয় বিটিআরসি। এরপর ১৩ লাখ রিসাইকেল সিম বিক্রির অনুমতি দিয়ে কিছুদিন পর তা আবার প্রত্যাহার করা হয়। পরে সম্প্রতি সরকারি-বেসরকারি দপ্তর-প্রতিষ্ঠানে ৭৮ হাজার সিম বিক্রির অনুমতি দেয়া হয় গ্রামীণফোনকে।

এর মধ্যে ২০২২ সালের ২৫ নভেম্বর বিটিআরসিকে দেওয়া এক চিঠিতে সেবার মানোন্নয়নে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিশ্রুত কেপিআই (কি পারফরম্যান্স ইন্ডিকেটর) পূরণ করার কথা জানায় অপারেটরটি।

পূর্বপশ্চিমবিড/এসএম

বাধা,বিক্রি,গ্রামীণ ফোন,সিম,বিটিআরসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close