• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সংসদ অধিবেশন চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০২৩, ১৯:৪৭
নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার ব্যতীত প্রতিদিন বিকাল ৪টা ১৫ মিনিটে অধিবেশন শুরু হবে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদের এই অধিবেশন শুরু হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া এই অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেন।

এই অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়। স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

সভায় এই বছরের প্রথম অধিবেশন আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়। সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শুক্র-শনিবার ছাড়া অধিবেশন প্রতিদিন সোয়া ৪টায় শুরু হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সংসদ,অধিবেশন,প্রধানমন্ত্রী,শেখ হাসিনা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close