• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, নিহত ২

প্রকাশ:  ১৩ জানুয়ারি ২০২৩, ১০:৪৫
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কায় দুইজন নিহত ও আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে শনির আখড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- সিএনজিচালক মো. মমিন মিয়া (৩৭) ও মাছ ব্যবসায়ী পলাশ শেখ (৫০)। আহতরা হলেন মো. শাহ আলী (৩৬) ও মো. সুমন (৪০)।

নিহত মাছ ব্যবসায়ী পলাশ শেখের ছেলে তাহসান শেখ বলেন, আমার বাবাসহ আরও তিনজন যাত্রাবাড়ী আড়ত থেকে মাছ কিনে মুক্তারপুর ফিরছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে। আমাদের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার উড়পাড়া গ্রামে।

নিহত সিএনজিচালকের মামা ফারুক হোসেন বলেন, মমিন পেশায় একজন সিএনজিচালক। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দয়াকান্দায়। বাবার নাম দানেশ মিয়া।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালমান বলেন, শনির আখড়ার দনিয়া কলেজের সামনে ভোর ৫টার দিকে থেমে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় সিএনজি। এতে সিএনজিচালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিহত,ধাক্কা,সিএনজি,ট্রাক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close