• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

প্রকাশ:  ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১১
নিজস্ব প্রতিবেদক

রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখাসহ ভোক্তা অভিযানের নামে ক্ষুদ্র দোকান মালিকদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ডিআরইউ বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।

ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে ভ্যাট আদায়ের পদ্ধতিতে ভুল রয়েছে, এ পদ্ধতি সহজীকরণ প্রয়োজন। বর্তমান ভ্যাট পদ্ধতির কারণে আমাদের মতো দোকান মালিকদের হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। চলমান হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

ঢাকা মেইলের করা এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি (বিএমডিবিএমএস) সভাপতি মো. আব্দুর রহমান টিপু বলেন, রাত ৮টায় দোকান বন্ধ করায় ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। সমানে রোজা এবং ঈদ। এমতাবস্থায় আমাদের রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রেখে ব্যবসা করার সুযোগ দিতে হবে।

দোকান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close