• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গুলশানের আগুনে নিহতের পরিচয় মিলেছে

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৮
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডে ১২ তলা আবাসিক ভবনে আগুন লাগার পর লাফিয়ে পড়ে যে যুবকের মৃত্যু হয়েছে, তার পরিচয় পাওয়া গেছে। তার নাম আনোয়ার (৩০)।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনোয়ারের মৃতদেহ শনাক্ত করেন তার ছোট ভাই মো. জুলহাস।

নিহত আনোয়ার ভোলা জেলার দৌলতখান উপজেলার নুরুল ইসলামের ছেলে।

মো. জুলহাস জানান, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২তলা ভবনের সপ্তমতলায় আগুন লাগে। যতোটুক জানতে পেরেছি, আগুন লাগার পর তার ভাই ভবন থেকে লাফিয়ে পড়ে মারা যান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, গুলশানে অগ্নিকাণ্ডে একজনের মৃতদেহ মর্গে ছিলো। তার ছোট ভাই এসে মৃতদেহ শনাক্ত করেছেন।

১১৪ জনবল নিয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট চার ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এসময় জীবিত উদ্ধার করা হয় ২২ জনকে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পরিচয়,নিহত,গুলশান,আগুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close