• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

স্যরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যায় না: কাদের

প্রকাশ:  ২৯ মার্চ ২০২৩, ১৮:১৩
নিজস্ব প্রতিবেদক

দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা জানা নেই তবে, প্রথম আলোর প্রতিবেদনটিকে 'মিথ্যা' ও 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে অভিহিত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৯ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রথম আলো তাদের 'ভুলগুলো সংশোধন করেছে' উল্লেখ করে প্রতিবেদককে তুলে নেওয়া ঠিক হয়েছে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এতো বড় মিথ্যা রিপোর্ট। স্যরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়?

বাজারে পণ্যমূল্যে কারসাজিকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিয়ে একজন প্রতিবেদকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া কতোটা যুক্তিযুক্ত? জানতে চাইলে তিনি বলেন, আপনি মিথ্যা রিপোর্টে প্রতিক্রিয়া জানাচ্ছেন না, কিন্তু তাকে তুলে নেওয়ায় প্রতিক্রিয়া জানাচ্ছেন। যাইহোক, আমি জানি না। যেহেতু আমি জানি না, সেক্ষেত্রে কীভাবে প্রতিক্রিয়া জানাতে পারি?

বিষয়টি প্রেস কাউন্সিলে উত্থাপন করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আপনারা বিষয়টি তুলে ধরেন... সবকিছুরই আইনি প্রক্রিয়া আছে।

তিনি বলেন, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এটার ঊর্ধ্বগতি সারা দুনিয়ায়। এটা বাংলাদেশের পিকচার না। শুধু বাংলাদেশে জিনিসপত্রের দাম বাড়ছে না, দাম বাড়ছে সারা দুনিয়ায়।

সরকার পণ্যের দাম কমানোর জন্য আন্তরিকভাবে চেষ্টা করছে বলে জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সমাধান,সমস্যা,স্যরি,প্রথম আলো,ওবায়দুল কাদের,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close