• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রকাশ:  ৩০ মার্চ ২০২৩, ১০:৩৭
নিজস্ব প্রতিবেদক

দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান, সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) রাতে আবদুল মালেক নামে এক আইনজীবী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

রমনা থানা সূত্র জানায়, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা থানার পরিদর্শক আবু আনছারকে।

স্বাধীনতা নিয়ে জনমনে ‘অস্থিতিশীল ও বিভ্রান্তিকর পরিস্থিতি’ তৈরি করা হয়েছে- এমন অভিযোগ উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে।

এর আগে বুধবার (২৯ মার্চ) স্বাধীনতা দিবসে ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ এনে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে শামসুজ্জামানের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন সৈয়দ মো. গোলাম কিবরিয়া নামের এক ব্যক্তি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মামলা,ডিজিটাল নিরাপত্তা আইন,প্রথম আলো,সম্পাদক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close