• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আগুন নেভাতে কাজ করছে র‌্যাবের ১৭ টিম

প্রকাশ:  ১৫ এপ্রিল ২০২৩, ০৯:৩৪
নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে র‍্যাবের ১৭টি টিম কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। তাছাড়া ঘটনাস্থলে পৌঁছে গেছে সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী। একই সঙ্গে আগুন নেভানোর জন্য বিমানবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

তিনি জানান, মার্কেটের ভয়াবহ আগুনে র‍্যাবের ঢাকা ব্যাটালিয়ন থেকে ১২টি টহল দল এবং সাদা পোশাকে ৫টি টিম যোগ দিয়েছে। তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করছে। এ ছাড়াও ট্রাফিক ম্যানেজমেন্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে একে একে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

পরে আরো পাঁচটিসহ মোট ২৩ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

টিম,র‌্যাব,আগুন,নিউমার্কেট,ঢাকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close