• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার দুই কারাবন্দীর মৃত্যু

প্রকাশ:  ১৬ এপ্রিল ২০২৩, ১০:৫১
নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। তারা বিডিআর বিদ্রোহ মামলার আসামি ছিলেন।

শনিবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

যারা মারা গেছেন তারা হলেন- বিডিআর বিদ্রোহ মামলার আসামি (হাজতি) শমসের আলী (৬২) ও কয়েদি রুহুল আমিন ওরফে মুকুল হোসেন (৫৪)।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) ডেপুটি জেলার আমিনুর রহমান জানান, হাজতি শমসের আলীকে শারীরিক অসুস্থতার জন্য কারাগার থেকে শনিবার সকালে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়। তিনি সাবেক বিডিআর সদস্য। তার বাড়ি দিনাজপুর বিরল উপজেলার বামনগাঁও গ্রামে।

তিনি আরো জানান, কয়েদি রুহুল আমিন কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে সন্ধ্যায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মৃত্যু,কারাবন্দী,বিডিআর বিদ্রোহ মামলা,ঢামেক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close