• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||

পদ্মা সেতু

মধুর প্রতিশোধ নিলেন শেখ হাসিনা

প্রকাশ:  ০২ মে ২০২৩, ১১:২৩
পূর্বপশ্চিম ডেস্ক

দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন থেকে সরে দাঁড়িয়েছিলো বিশ্বব্যাংক। নানা-চড়াই উৎরাই পেরিয়ে শেষ পর্যন্ত নিজস্ব অর্থায়নে বহুল আলোচিত এ সেতু নির্মাণ করে বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ।

সোমবার (১ মে) ওয়াশিংটনে বিশ্বব্যাংক সদর দফতরে ঋণদান প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের হাতে উপহার হিসেবে সেই পদ্মা সেতুর একটি বাঁধাই করা ছবি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাংক সদর দফতরে দাঁড়িয়ে সংস্থাটির প্রেসিডেন্টের হাতে পদ্মা সেতুর ছবি তুলে দিয়ে যেন মধুর প্রতিশোধ নিলেন তিনি।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের হাতে ছবি তুলে দেয়া ছাড়াও এই প্রথম বিশ্বব্যাংক সদর দফতরে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ ছিলো সম্পূর্ণ মিথ্যা। মূলত বাইরের চাপে বিশ্বব্যাংক অর্থায়ন থেকে সরে গিয়েছিলো।

পদ্মা সেতুতে দুর্নীতি অভিযোগ এনে অর্থায়ন থেকে সরে গিয়েছিলো বিশ্বব্যাংক। যদিও সংস্থাটির এ অভিযোগ প্রমাণ করতে পারেনি। পরবর্তীতে কানাডার একটি আদালত রায় দেয় পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি।

সে সময়ে বিশ্বব্যাংকের অর্থায়ন ছাড়া বাংলাদেশ পদ্মা সেতু নির্মাণে সক্ষম নয় বলেও অনেকে মন্তব্য করেছিলো। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা নির্মাণ করেছে। এখন পর্যন্ত পদ্মা সেতুই সবচেয়ে বড় প্রকল্প যেটি বাংলাদেশ নিজস্ব অর্থায়নে করেছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পদ্মা সেতু,শেখ হাসিনা,মধুর,প্রতিশোধ,বিশ্বব্যাংক,বাংলাদেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close