• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||

খার্তুম থেকে পোর্ট সুদানে পৌঁছেছে ৬৮২ বাংলাদেশি

প্রকাশ:  ০৩ মে ২০২৩, ১০:৫৪
পূর্বপশ্চিম ডেস্ক

সুদানের রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে পৌঁছেছেন ৬৮২ জন বাংলাদেশি। এর আগে মঙ্গলবার (২ মে) সকালে খার্তুমের তিন জায়গা থেকে বাংলাদেশিদের নিয়ে ১৩টি বাস পোর্ট সুদানের পথে রওনা হয়।

খার্তুমে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় এসব বাংলাদেশিদের ফেরানো হয়।

গত ১৫ এপ্রিল থেকে সুদানে যুদ্ধ পরিস্থিতি চলছে এবং সেখানকার প্রায় দেড় হাজারের মধ্যে ৭০০ বাংলাদেশি দেশে ফেরত আসার আগ্রহ প্রকাশ করেছেন।

খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, পোর্ট সুদানে একটি স্কুল ভবনে বাংলাদেশিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। স্কুল ভবনটিতে মোট ৮টি কক্ষ আছে এবং আরেকটি খোলা জায়গায় শামিয়ানা টাঙানো হয়েছে।

পোর্ট সুদান থেকে বাংলাদেশিদের নিরাপদে জেদ্দায় পাঠানো হবে। সৌদি আরবের জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হবে।

এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ সহায়তা করছে জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, যেসব বাংলাদেশির কাছে পাসপোর্ট আছে, ভিসার জন্য তাদের ডকুমেন্ট সৌদি কর্তৃপক্ষকে আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। আর যাদের পাসপোর্ট নেই, তাদের ট্রাভেল পারমিট ইস্যু করে সৌদি কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

এদিকে সুদান থেকে ফিরে আসা বাংলাদেশিদের সৌদির বেধে দেয়া ৭২ ঘণ্টা সময়ের মধ্যেই দেশে ফেরত পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে সৌদি কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বাংলাদেশি,পোর্ট সুদান,খার্তুম,সুদান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close